Skip to main content

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা

বাংলাদেশের দিনাজপুর জেলায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu

ভূমিকা

সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) বাংলাদেশের দিনাজপুর জেলায় র্কমরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)।

সংগঠনটি ১২ই সেপ্টেম্বর ২০০৫ তারিখে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তি নিয়ে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহায়তায় গড়ে ওঠা এই সংগঠনে র্বতমানে ১৬২০ জন সাধারণ সদস্য রয়ছে; যার মধ্যে পুরুষ ৮৬৭ জন এবং নারী ৭৫৩ জন। প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করে এর র্কাযক্রম পরিচালিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ০৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সভাপতির দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের র্কাযক্রম বাস্তবায়িত হয়ে থাকে।

প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী পুরুষের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধকিার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে। এছাড়া প্রতবন্ধিতা অর্ন্তভূক্তি র্কমসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক র্কমকাণ্ডে সংগঠনটি সচষ্টে।

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

স্মার্ট প্রযুক্তি

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা

ওপিডি আন্দোলন

শিক্ষা ও উন্নয়ন

তথ্যসমূহ